
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শীতের স্পেল চলছে জাঁকিয়ে। রবিবার পর্যন্ত বাংলা জুড়ে জাঁকিয়ে শীত থাকবে। জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের সাত জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। ফলে শীতের তাল কাটবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে চলে গেছে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে শীতের স্পেল রবিবার পর্যন্ত। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।
জাঁকিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গেও। আগামী দু’দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকবে তিন জেলায়। এদিকে, আগামী দু–তিন দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট বজায় থাকবে ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে। চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবে।
তবে জানা গেছে ঘূর্ণাবর্তের সরাসরি প্রভাব পড়বে না রাজ্যে। তবে পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে উত্তরের দার্জিলিং, দক্ষিণের পশ্চিম বর্ধমান জেলার একাধিক অংশে কুয়াশার দাপট থাকবে। রবিবার অবধি এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১